Saturday, May 9, 2015

Do we need to celebrate international mother day? আমাদের বিশ্ব মা দিবস পালন করার দরকার আছেকি?




ছুটি মেলেনি কারখানার টয়লেটে সন্তান প্রসব

বিশ্ব মা দিবস ২০১৫ তারিখের দৈনিক প্রথম আলোর একটি সংবাদ

ছুটি না পেয়ে কারখানার টয়লেটের ভেতরে সন্তান প্রসব করেছেন এক নারী শ্রমিক। প্রসবের পর মাকে বাঁচানো গেলেও নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় অ্যাপেক্স ফুটওয়্যার কারখানায় গতকাল শনিবার দুপুরে।
কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ওই কারখানার লাস্টিং সেকশনে কাজ করেন নারী শ্রমিক হামিদা আক্তার। তিনি অন্তঃসত্ত্বা থাকায় গতকাল দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি কারখানার লাস্টিং সেকশনের সুপারভাইজার মো. রতন মিয়ার কাছে ছুটির আবেদন করেন। কিন্তু তাঁকে ছুটি না দিয়ে কাজে মনোযোগ দিতে বলেন ওই কর্মকর্তা। এতে তাঁর অবস্থার অবনতি হলে তিনি কারখানার ভেতরের একটি টয়লেটে যান। সেখানে যাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন ও বাচ্চা প্রসব করেন। পরে তাঁকেসহ নবজাতককে উপজেলার সফিপুর মর্ডান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।
কারখানার পরিচালক আজিজুর রহমান জানান, ছুটি না দেওয়ার বিষয়টি তদন্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য সূত্র : দৈনিক প্রথম আলোএই খবর পড়ার পর পাঠক এর কাছে প্রশ্ন থাকলো, Do we need to celebrate international mother day? আমাদের বিশ্ব মা দিবস পালন করার দরকার আছেকি? আমি আমার অন্য একটি লেখায় লিখেছিলাম Women are being dominated behind the plea of empowerment., সেটাকি খুবই অন্যায় বা ভুল?

No comments: